Rokkha is a welfare project of Rafusoft. Rokkha helps people to deposit their money in a safe place and to get back the money in their necessary and emergency situation without interest. It's like a clay bank and has some policies. Anyone can open an account by their name and phone number in Rokkha welfare saving project. |
রাফুসফট “রক্ষা”
নিমনগর বালুবাড়ী, সদর, দিনাজপুর
নীতিমালা
১। “রক্ষা” রাফুসফটের একটি অঙ্গপ্রতিষ্ঠান, যা সুদবিহীন এবং হালাল ফলে জবাবদিহিতা, স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা রয়েছে। এটি একটি সেচ্ছামূলক সংগঠন।
২। মুনাফা অর্জনই রক্ষার মূল উদ্দেশ্য নয়, সদস্যের পারষ্পারিক সহযোগিতা, আর্থিক কল্যাণ ও সমৃদ্ধি অর্জনই রক্ষার সার্বিক উদ্দেশ্য।
৩। কোন সদস্য বিপদে বা জরুরী প্রয়োজনে তার রক্ষায় জমাকৃত অর্থ ফেরত বা উত্তোলন করতে চাইলে (আবেদনের মাধ্যমে) ২৪ ঘন্টার (অফিস সময়ের) মধ্যে ফেরত পাবেন।
৪। প্রতিদিন সদস্যগন সর্বনিম্ন বিশ (২০) টাকা থেকে শুরু করে তদুর্ধে সাধ্যমত অর্থ রক্ষায় জমা করতে পারবেন।
৫। রাফুসফটের নির্দিষ্ট ফরমে সদস্য ও নমিনী ফরম পুরন সাপেক্ষে রক্ষার সদস্য নিশ্চিত করা হবে।
৬। রক্ষায় ডিজিটাল পদ্ধতিতে অর্থ আদায় করা হবে এবং প্রত্যেক সদস্য তার রক্ষায় জমাকৃত সঞ্চয়ের হিসাব মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাবেন।
৭। প্রত্যেক সদস্যকে তার রক্ষায় অর্থ আদায়ের (মাসিক মোট আদায়) রিপোর্ট এসএমএস এর মাধ্যমে দেওয়া হবে।
৮। রক্ষার কোন সদস্যের অর্থ আদায়ের অভিযোগ থাকলে রাফুসফটের ০১৭৪৪৩৩৩৮৮৮ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা হলো।
৯। “মানবতার কল্যানে সঞ্চয়” যে কোন আগ্রহী ব্যক্তিগন এই রক্ষায় সঞ্চয় করতে পারবেন।
১০। রক্ষার সদস্য হতে গেলে যা যা লাগবে- (ক) পাসপোর্ট সাইজের এক কপি ছবি (খ) ভোটার আইডি/জন্ম নিবন্ধনের ১ কপি ফটোকপি, (গ) নমিনির ভোটার আইডি/জন্ম নিবন্ধনের ১ কপি ফটোকপি ও পাসপোর্ট সাইজের এক কপি ছবি
নিতিমালা প্রদানে,
নির্বাহী প্রধান
রাফুসফট