দিনাজপুরের বিখ্যাত লিচু পাচ্ছেন এখন ঘরে বসেই বাংলাদেশের যে কোন প্রান্তে শুধু মাত্র এস এ পরিবহনের ডেলিভারিতে
জ্যৈষ্ঠের অন্যতম আকর্ষণ লিচু। রসালো এই ফলের নাম আসলেই চলে আসে দিনাজপুরের নাম। স্বাদ, ঘ্রাণ আর রসের এই কম্বিনেশনের বিশেষ কদর দেশজুড়ে। এরই মধ্যে মাদ্রাজি বোম্বাই বেদানা চায়না থ্রি জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে। মাদ্রাজি প্রতি হাজার বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার। বেদানা পাঁচ থেকে ছয় হাজার। আর চায়না থ্রি সাত থেকে আট হাজার টাকায়। স্থানীয় ক্রেতা তো আছেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে হাজির হচ্ছেন পাইকারি লিচু কিনতে। ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরাও।